Logo
Logo
×

রাজনীতি

মাইলস্টোন ইস্যুতে শিক্ষার্থী ও জনগণকে ধৈর্য ধরার আহ্বান নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:০৭ পিএম

মাইলস্টোন ইস্যুতে শিক্ষার্থী ও জনগণকে ধৈর্য ধরার আহ্বান নাহিদ ইসলামের

নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

মাইলস্টোনের শিক্ষার্থীদের ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থী ও জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

আজ মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। 

বিমান দুর্ঘটনায় সরকার সঠিক সময়ে দায়িত্ব পালন করতে না পারায় পরিস্থিতি হাত থেকে বের হয়ে গেছে মন্তব্য করে নাহিদ বলেন, সরকার দায়িত্বশীল আচরণ করলে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে কেউ যাতে সুযোগ নিতে না পারে সেক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে।

মরদেহ গুম ইস্যুতে সরকারের সঠিক বক্তব্য আসা উচিত ছিলো বলেও মনে করেন নাহিদ ইসলাম। দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিটি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, তদন্ত কমিটিতে শুধু সরকার থাকবে না, স্কুলের কমিটিরাও থাকবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন