Logo
Logo
×

রাজনীতি

জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়েছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৭:২৭ পিএম

জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দলটির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

প্রেস উইং জানিয়েছে, ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার পেশার, সুগার লেভেল ঠিক আছে। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এর আগে বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। দুই দফায় অসুস্থ হয়ে পড়লেও তিনি মঞ্চে বসেই বক্তব্য শেষ করেন।

শনিবার সাত দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বক্তব্য শুরুর প্রায় সাড়ে সাত মিনিট পর তিনি পড়ে যান। পরে তিনি বসে বক্তব্য দেওয়া শুরু করেন।

তবে মঞ্চে থাকা চিকিৎসকরা তাকে বক্তব্য না দেওয়ার অনুরোধ করেছেন উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন, তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাল্লাহ। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমার লড়াই অব্যাহত থাকবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন