Logo
Logo
×

রাজনীতি

চাঁদা দাবি করায় জামায়াত নেতা বহিষ্কার

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১০:২৭ পিএম

চাঁদা দাবি করায় জামায়াত নেতা বহিষ্কার

আনিছুর রহমান। ছবি: সংগৃহীত

চাঁদা দাবির অভিযোগে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা জামায়াতের নেতা আনিছুর রহমানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার (১৮ জুলাই) ‍দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা শাখার সেক্রেটারি মো. আজিজুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আনিছুরকে বহিষ্কার করা হয়। 

বহিষ্কৃত আনিছুর রহমান জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজিবপুর উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রেস বিপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে আনিছুর রহমানের বিরুদ্ধে ভুয়া স্কুল খুলে ২১টি পরিবারকে নিঃস্ব করার এবং এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। এই বিষয়টি জামায়াতের দায়িত্বশীলদের নজরে আসে। সংগঠনের নীতি ও আদর্শপরিপন্থী কাজ করায় তাকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজিবপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আজিজুর রহমান বলেন, সংগঠনের কোনো নেতা বা কর্মীর সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকার সুযোগ নেই।

তিনি আরও জানান, অভিযুক্ত আনিছুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জেলা জামায়াত আমিরের নির্দেশক্রমে অধিকতর তদন্তের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন