Logo
Logo
×

রাজনীতি

২৪ ঘণ্টার আল্টিমেটামে শাহবাগ ব্লকেড কর্মসূচি তুলে নিল আন্দোলনকারীরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৬:৫৫ পিএম

২৪ ঘণ্টার আল্টিমেটামে শাহবাগ ব্লকেড কর্মসূচি তুলে নিল আন্দোলনকারীরা

আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে শাহবাগ ব্লকেড কর্মসূচি তুলে নিয়েছে আন্দোলনকারীরা। আজ বুধবার গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিকেল পাঁচটায় শাহবাগ অবরোধ করেন এনসিপির সমর্থকরা। এতে আশপাশে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়।

বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে কর্মসূচি তুলে নেওয়ার ঘোষণা দেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। এতে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি বলেন, আমি খুবই হতাশ হয়েছি যখন প্রশাসন জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা দিয়েছি। এর মধ্যেই অনেক স্থানে ব্লকেড কর্মসূচি পালিত হচ্ছে। 

আবু বাকের মজুমদার বলেন, আমরা আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলাম। এই ২৪ ঘণ্টার মধ্যে এনসিপি সদস্যদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। সেই সঙ্গে জনগণের দুর্ভোগের কথা ভেবে আমরা কর্মসূচি তুলে নিচ্ছি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন