Logo
Logo
×

রাজনীতি

পদযাত্রায় মানুষের ঢল দেখে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে: নাহিদ ইসলাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৭:৩১ পিএম

পদযাত্রায় মানুষের ঢল দেখে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে: নাহিদ ইসলাম

পদযাত্রায় মানুষের ঢল দেখে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আমরা জেলায় জেলায় যখন পদযাত্রা শুরু করেছি, জোয়ারের মতো মানুষের ঢল নেমেছে, চারিদিকে যখন বাঁধভাঙা উচ্ছ্বাসের পদধ্বনি, তখন আমাদের বিরুদ্ধে শুরু হয়েছে নতুন করে ষড়যন্ত্র। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান আছে।

আজ সোমবার বিচার, সংস্কার, দেশ পুনর্গঠন, জুলাই সনদ বাস্তবায়ন ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার দাবি নিয়ে আয়োজিত পদযাত্রা উপলক্ষে পটুয়াখালী শহরে এক সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা এনসিপির সমন্বয়ক জহিরুল ইসলাম মুসা। সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিনসহ অন্যরা বক্তব্য দেন।

নাহিদ অভিযোগ করে বলেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমলাতন্ত্রের সিস্টেমসহ বাংলাদেশের এস্টাবলিস্টমেন্টগুলো এ অভ্যুত্থানের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে। আমরা মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেম বদল করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছি; কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের সঙ্গে কোনো আপস নেই, ঐক্য নেই।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এ বছরের আগস্ট হবে স্বৈরাচারের বাংলাদেশ মুক্ত ইতিহাস।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন