Logo
Logo
×

রাজনীতি

'আ.লীগের ভোটের আশায় কোনো কোনো রাজনীতিবিদ ৩২ নম্বর ভাঙাকে মব বলছেন'

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৪:২৮ পিএম

'আ.লীগের ভোটের আশায় কোনো কোনো রাজনীতিবিদ ৩২ নম্বর ভাঙাকে মব বলছেন'

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনো কোনো রাজনীতিবিদ ৩২ নম্বর ভাঙাকে ‘মব’ বলছেন। কয়দিন পর তারা জুলাই গণঅভ্যুত্থানকেও ‘মব’ বলবেন। শুধু আওয়ামী লীগের ভোটের আশায় এসব কথাবার্তা বলা হচ্ছে। আজ শুক্রবার দুপুরে যশোর শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে এনসিপি যশোর জেলা শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিয়কালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আরও বলেন, কেউ কেউ এনসিপিকে ‘নির্বাচনবিরোধী দল’ হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এনসিপি কখনই নির্বাচনবিরোধী দল নয়। আমরাও নির্বাচন চাই। তবে বিচার, সংস্কারসহ জুলাই গণঅভ্যুত্থানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না। প্রয়োজনে এসব দাবি বাস্তবায়নে আরেকবার গণঅভ্যুত্থান ঘটনো হবে। যারা এর বিরোধিতা করবে তাদের লাল কার্ড দেখানো হবে।

মতবিনিময় সভায় জুলাই গণঅভ্যুত্থানের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো রাষ্ট্রীয়ভাবে পূর্ণাঙ্গ মর্যাদা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যশোরের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা।

সভায় হাসনাত আব্দুল্লাহ ছাড়াও এনসিপির প্রধান সমন্বয়কারী নাসির উদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় শহীদ পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের আত্মত্যাগকে এখনও যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ও সম্মান দেওয়ার দাবিতে অনেকবার বলা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

নেতারা তাদের বক্তব্যে আশ্বাস দেন—এনসিপি আগামী জাতীয় নির্বাচনের আগেই ‘জুলাই সনদ’ প্রকাশ করবে এবং শহীদ ও আহতদের পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদার আওতায় আনতে কাজ করবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন