Logo
Logo
×

রাজনীতি

জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে টালবাহানা চলছে: নাহিদ ইসলাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৬:৩০ পিএম

জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে টালবাহানা চলছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে টালবাহানা চলছে। জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। জুলাই কেবল কোনো আবেগের বিষয় নয়; জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, রাজনৈতিক গন্তব্য, জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা জুলাই শহীদ ও আহতদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার। মুজিববাদের নতুন পাহারাদের আমরা স্থান দেব না।

আজ শনিবার দুপুরে বগুড়া শহরের সাতমাথার মুক্তমঞ্চে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

বগুড়া জেলা বিগত সময়ে বৈষ্যমের শিকার বেশি হয়েছে বলে উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, চব্বিশের অভ্যুত্থানের পরে নিরপেক্ষ প্রশাসন, পুলিশ ও আদালত নিশ্চিত করতে হবে। পুরোনো কায়দায় আচরণ করলে পরিণতি ফ্যাসিস্ট মুজিববাদী দোসরদের মতো হবে। জুলাই পদযাত্রা জেলা থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে, দীর্ঘদিন মানুষ বিকল্প খুঁজছিল; এনসিপি বৈষ্যমহীন বাংলাদেশ গড়তে কাজ করছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের কলোনি এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। বেলা ১টার দিকে শহরের সাতমাথা মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য দেন, এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা প্রমুখ। 

সংগঠনের সদস্য সচিব আখতার হোসাইন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন দেশ পেয়েছি, তা আর কোনো ফ্যাসিবাদীদ, চাঁদাবাজদের হাতে ছেড়ে দেবো না। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন