Logo
Logo
×

রাজনীতি

আইন প্রয়োগকারীদের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে শাস্তির বিধান থাকতে হবে: নজরুল ইসলাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৪:১৮ পিএম

আইন প্রয়োগকারীদের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে শাস্তির বিধান থাকতে হবে: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমার মতে, প্রতিটি আইনে একটি বিষয় অন্তর্ভুক্ত থাকা উচিত—যারা আইন প্রয়োগের দায়িত্বে রয়েছেন, তারা যদি ইচ্ছাকৃতভাবে আইন প্রয়োগে ভুল করেন বা অন্যায়ভাবে আইন লঙ্ঘন করে জনগণকে নিপীড়ন করেন, তাহলে তাদের জন্য শাস্তির বিধান থাকতে হবে।

আজ শনিবার (৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত ‘সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম আরও বলেন, যখন প্রভাবশালী অবস্থানে থাকা ব্যক্তিরা আইন ভঙ্গ করেন বা জনগণের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হন, তখন তাদের জবাবদিহির আওতায় আনতে ও শাস্তি নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া থাকা আবশ্যক। শুধু কাগজে আইন লেখা বা ভাষাকে সুন্দর করলেই হয় না। যারা আইন প্রয়োগ করবেন, তারা যদি সেই আইনকে ব্যবহার করে জনগণকে দমন করেন, আর তাদের বিচার করার কোনো উপায় না থাকে, তাহলে সেই আইনের কোনো বাস্তব মূল্য থাকে না।

তিনি সাইবার নিরাপত্তা অধ্যাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছু পরিবর্তন আনা হলেও এই আইন এখনো জনগণের প্রয়োজন পূরণে ব্যর্থ।

নজরুল ইসলাম দেশের শ্রম আইন বাস্তবায়নের দুর্বলতা নিয়েও সমালোচনা করে বলেন, ২০০৬ সালে শ্রম আইন ও শ্রম আদালত আইন একীভূত করার আগে দেশে অনেক শ্রম আইন ছিল। ‘আপনি যদি আইনটি পড়েন, তাহলে মনে হবে এটি একটি চমৎকার আইন। কিন্তু আপনি যদি এর বাস্তবায়ন দেখেন, তা অত্যন্ত হতাশাজনক।

তিনি বলেন, আইনে স্পষ্টভাবে বলা আছে, প্রত্যেক শ্রমিককে নিয়োগপত্র দিতে হবে। কিন্তু বাংলাদেশে ২০ থেকে ২৫ শতাংশ শ্রমিক এখনো নিয়োগপত্র পান না। তাদের চাকরির শর্তও স্পষ্ট নয়। তাদের বার্ধক্যভাতা নেই, ছুটি নেই, এবং আইনে যেসব সুবিধা লেখা আছে, তার কিছুই তারা পান না।

নজরুল ইসলাম বলেন, কৃষিশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ করা আছে, কিন্তু তা বাস্তবায়নের কোনো কার্যকর ব্যবস্থা নেই। যারা কম মজুরি দেয়, তাদের শাস্তির ব্যবস্থাও কার্যকর নয়। দেশে অনেক আইন অস্পষ্ট, আর এই অস্পষ্টতা অনেক সময় কর্তৃপক্ষ বা আইন প্রয়োগকারীরা জনসাধারণকে হয়রানির জন্য কাজে লাগান।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন