প্রধান উপদেষ্টা-সিইসির বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি

সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের বৈঠকে আলোচনা হওয়া বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ শুক্রবার (২৭ জুন) বিকালে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা জানান।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ জানান, তার দল বিএনপির ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা-সিইসির মধ্যকার একান্ত বৈঠকে।
তিনি আরও বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই। আর জাতীয় নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া সম্ভব।
এছাড়া, জাতীয় নির্বাচন নিয়ে প্রায় সব দল একমত বলেও জানান সালাহউদ্দিন আহমেদ। নির্বাচন নিয়ে অন্তবর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে সাক্ষাৎ ঘটে। ওই সাক্ষাতে দু’জনের মধ্যে ‘ওয়ান টু ওয়ান (একান্ত)’ বৈঠক হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে জানা যায়। তবে সেখানে কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি।