Logo
Logo
×

রাজনীতি

তফসিলের পর জোটের সঙ্গে আসন নিয়ে আলোচনা করবে বিএনপি : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১১:২৯ পিএম

তফসিলের পর জোটের সঙ্গে আসন নিয়ে আলোচনা করবে বিএনপি : আমীর খসরু

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেই রাজনৈতিক জোটের শরিকদের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু করবে বিএনপি। 

আজ বৃহস্পতিবার (২৬ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আসন বণ্টন নিয়ে আলোচনা করার জন্য আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি। নির্বাচনের তফসিল ঘোষণা এবং নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম শুরু হওয়ার পরে এই প্রক্রিয়া শুরু হবে।

আমীর খসরু জানান, তফসিল ঘোষণার পর বিএনপি ও সমমনা দলগুলো আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা করবে। পাশাপাশি চলমান রাজনৈতিক সংলাপ এবং জাতীয় ঐক্যমত্য গঠনের চেষ্টাও অব্যাহত থাকবে।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক লন্ডন বৈঠকের বিষয়েও আলোচনা হয় বলে জানান তিনি। দুই পক্ষই ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছে।

আমীর খসরু বলেন, আমরা ৩১ দফা সংস্কার এজেন্ডা বাস্তবায়নসহ নির্বাচনের আগে কীভাবে এগিয়ে যাওয়া যায়, তা নিয়ে আলোচনা করেছি। আন্দোলনের সময় যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, নির্বাচনে অংশগ্রহণ, সরকার গঠন এবং সংস্কার বাস্তবায়নেও তেমন ঐক্য থাকবে।

জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, যেখানে রাজনৈতিক দলগুলো একমত হবে, সংস্কারগুলো সেখানেই কেন্দ্রীভূত থাকবে। সব বিষয়েই ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয়। তবে যেসব বিষয়ে একমত হওয়া যাবে, তা সংস্কারে প্রতিফলিত হবে। বাকি বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে আদালতের রায়ের বিষয়ে আমীর খসরু বলেন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশন উভয়ই ইশরাককে মেয়র ঘোষণা করেছে। তাই আইন অনুযায়ী তার দায়িত্ব গ্রহণ করা উচিত। এখন আমরা সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।

তিনি আরও বলেন, বিএনপি ও বর্তমান সরকার-উভয়ই আইনের শাসনে বিশ্বাস করে। সেক্ষেত্রে ইশরাকের শপথ গ্রহণে কোনো বাধা থাকা উচিত নয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন