Logo
Logo
×

রাজনীতি

উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য ‘বিভ্রান্তিকর ও অবমাননাকর’: ইশরাক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৩:৪৯ পিএম

উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য ‘বিভ্রান্তিকর ও অবমাননাকর’: ইশরাক

আন্দোলনকে ঘিরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তা ‘বিভ্রান্তিকর ও অবমাননাকর’ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চলমান জনআন্দোলন দমন করতে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চলমান অচলাবস্থা, নাগরিক সেবা কার্যক্রম এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়েঅ কথা বলেন বিএনপি নেতা।

এর আগে, গত ১৬ জুন ডিএসসিসির কিছু কর্মচারীকে নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যবহৃত ব্যানারে ইশরাক হোসেনের নামের আগে ‘মাননীয় মেয়র’ লেখা ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন