Logo
Logo
×

রাজনীতি

আ. লীগকে পুনর্বাসনে ভারতীয় নীতিনির্ধারকদের ষড়যন্ত্র চলছে: রিজভী

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৬:৪১ পিএম

আ. লীগকে পুনর্বাসনে ভারতীয় নীতিনির্ধারকদের ষড়যন্ত্র চলছে: রিজভী

রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতের নীতিনির্ধারকেরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার (২০ জুন) দুপুরে পাবনার চাটমোহরে প্রবীণ বিএনপি নেতা আবু তাহের ঠাকুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আবু তাহেরকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেন। 

রিজভী বলেন, শেখ হাসিনার পতন তারা সহ্য করতে পারছে না। লন্ডনে বিএনপির প্রধান উপদেষ্টা ড. ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠকের পর থেকে তাকে (তারেক রহমান) ঘিরে ষড়যন্ত্র শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। গত ১৬ বছরে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অনেকেই এখনও গুম আছেন। নেতাকর্মীরা মামলা ও গ্রেপ্তার থেকে রেহাই পাননি। ফ্যাসিবাদের সেই দিনগুলো ছিল ভয়ংকর।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন