Logo
Logo
×

রাজনীতি

রোজার আগে নির্বাচনের প্রত্যাশা পূরণ হয়েছে: আমির খসরু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৩:২৫ পিএম

রোজার আগে নির্বাচনের প্রত্যাশা পূরণ হয়েছে: আমির খসরু

লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আজ সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, বৈঠক সফল হয়েছে। জনগণের যে প্রত্যাশা ছিল রোজার আগে নির্বাচনের, সেটা পূরণ হয়েছে। ফেব্রুয়ারি পর্যন্ত অনেক দীর্ঘ সময়। বিচার চলমান প্রক্রিয়া। সংস্কার হবে ঐকমত্যের ভিত্তিতে। সেটা হতে এক থেকে দেড় মাসের বেশি লাগবে না।

তিনি আরও বলেন, যেহেতু জাতি প্রায় ২০ বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাই যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি গুরুত্ব পেয়েছে আলোচনায়। আর এ ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ঐকমত্যের, যেখানে পৌঁছাতে পেরেছেন তারা।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিচার, সংস্কারের জন্য অনেক সময় আছে। আর সংস্কারতো নির্বাচিত সরকারও করবে। নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ নির্ধারণ করার পরই নির্বাচনের টানেলে জাতি প্রবেশ করবে বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচনের তারিখ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচন কমিশন যতক্ষণ না তারিখ ঘোষণা করবে, ততক্ষণ তো আমরা সরাসরি কেউ বলতে পারব না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন