ড. ইউনূস-তারেকের বৈঠক গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল: নাসির উদ্দীন

নাসির উদ্দীন পাটোয়ারী। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্নয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক একটি দলকে খুশি করার জন্য, যা গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল।
আজ শুক্রবার (১৩ জুন) বিকালে রাজধানীর বাংলামোটরে রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দীন অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকার বিএনপির পক্ষে কাজ করছে। বৈঠকে বিচার, সংস্কার ও জুলাই সনদের কোনো বার্তা নেই। এই বৈঠক একটি দলকে খুশি করার জন্য, যা গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল। বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।
পাটোয়ারী বলেন, দেশের সিদ্ধান্ত দেশেই হবে, জনগণকে পাশ কাটিয়ে বিদেশের কোনো সিদ্ধান্তকে দেশের জনগণ মেনে নেবে না।
বিচার, সংস্কার, জুলাই সনদ ও নির্বাচন কমিশনের পূর্ণগঠন না হলে নির্বাচনে যাবে না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে দ্বিতীয় অভ্যুত্থানের দিকে যাবে এনসিপি।
এদিকে, অপর এক ব্রিফিংয়ে কথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম আদিব।
আরিফুল ইসলাম আদিব বলেন, জাতীয় নির্বাচনের ইস্যুতে সকল স্টেক হোল্ডার ও শহিদ পরিবারের সঙ্গে বসতে হবে। একটি দল বা একক ব্যক্তির সঙ্গে বসে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া একটি অশনিসংকেত।
সারোয়ার তুষার বলেন, কি পদ্ধতিতে সংস্কার হবে তা ঠিক হয়নি। এর আগেই প্রধান উপদেষ্টার গণভোট খারিজ করার সিদ্ধান্ত ভালো কিছু না। ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। এটা সংস্কার করা অন্যতম মৌলিক সংস্কার বলে মনে করি।