Logo
Logo
×

রাজনীতি

ড. ইউনূস-তারেক রহমান বৈঠক

আগামী বছর ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন

Icon

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৪:২১ পিএম

আগামী বছর ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন

ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক চলাকালীন একটি চিত্র। ছবি: সংগৃহীত

আগামী বছর রমজান মাসের আগে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে এ বিষয়ে মতৈক্য হয়েছে। বৈঠক সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক নেতা ও কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। 

বাংলাদেশ সময় শুক্রবার (১৩ জুন) বেলা পৌনে ৪টার দিকে লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক শেষ হয়। এর আগে বেলা ২ টার দিকে বৈঠকটি শুরু হয়েছিল। বৈঠক শেষে পার্ক লেনের হোটেল থেকে তারেক রহমানকে হাসিমুখে বের হতে দেখা যায়।

বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের দি ডচেস্টারে। চার দিনের সফরে সঙ্গীদের নিয়ে এই হোটেলেই অবস্থান করছেন প্রধান উপদেষ্টা।

এদিন তারেক রহমান নির্ধারিত সময়ের আগেই হোটেলে পৌঁছান। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। 

এদিকে, বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন।‌ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।

প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে। 

তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ দেন।  প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসু আলোচনার জন্য ধন্যবাদ জানান।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন