সব ইসলামী দলের একটি ভোট বাক্স থাকবে: জামায়াতের নায়েবে আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৬:০৩ পিএম
আগামী নির্বাচনে সমঝোতার মাধ্যমে সমস্ত ইসলামী দলের একটি ইসলামী ভোট বাক্স থাকবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজ মঙ্গলবার দুপুরে ঈশ্বরদীর আলহাজ্ব টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী সিদ্ধান্ত নিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। অনেক দূর সফলতা অর্জন হয়েছে। আল্লাহ যদি কবুল করে এইটা হবে ইনশাআল্লাহ।’
অধ্যাপক মুজিবুর বলেন, স্বাধীনতার ৫৪ বছর ধরে দেশের মানুষ শাসকদের দ্বারা নির্যাতিত হয়েছে। সবাই আশ্বাস দিয়েছে, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। গণতন্ত্রকে হত্যা ও দাফন দুটিই করেছিল হাসিনা।
তিনি বলেন, ২০১৪ সালে বিনাভোট ১৫৩ জন এমপি হন। ২০১৮ সালের নির্বাচন নিশিরাতের ভোট। পৃথিবীর ইতিহাসে রাতের বেলায় কোথাও ভোট হয়নি। কিন্তু শেখ হাসিনা করেছে। যেসব দলকে সংসদে দেখা হয়েছে জনগণ তাদের এখন আর চায় না।
গাজায় নির্বিচারে গণহত্যা করা হচ্ছে। মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।