আ. লীগ আমলের মতো না হলেও ঈদযাত্রায় দুর্ভোগ কমেনি : রিজভী

রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখনও পরিবহন সেক্টরে আওয়ামী লীগের দোসরদের অবস্থান থাকায় নানামুখী অস্থিরতা তৈরি হচ্ছে।
আজ শুক্রবার (০৬ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ আমলের মতো কষ্ট না হলেও ঈদযাত্রায় দুর্ভোগ কমেনি। অতিরিক্ত ভাড়ার সাথে এখনও চাঁদাবাজি ও আগের শাসনামলের দখলদারিত্বের চিত্র স্পষ্ট।
তিনি বলেন, ঈদের সময়েও রাজধানী থেকে বের হওয়া যাত্রীবাহী গাড়িগুলো গন্তব্যে পৌঁছাতে ৫ থেকে ১০ ঘণ্টা বিলম্বিত হচ্ছে। ২০-২৫ কিলোমিটার দীর্ঘ যানজটে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এর ওপর অতিরিক্ত ভাড়া আদায় এখন নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।
এসময় দলীয় পরিচয় না দেখে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। বলেন, ঢাকা এখন ছিনতাইয়ের রাজ্যে পরিণত হয়েছে। মানুষকে শঙ্কামুক্ত করতে সরকারের ব্যাপক কোনো উদ্যোগ নেই। এ কারণে নির্বাচিত সরকারের খুব প্রয়োজন।
তিনি বলেন, সারাদেশে ছিনতাই, ডাকাতি ও অপহরণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। গত আগস্ট থেকে চলতি মার্চ পর্যন্ত প্রায় ১৪ হাজার অপরাধ সংঘটিত হয়েছে। পুলিশ এখনো প্রো-অ্যাকটিভ ভূমিকা নিচ্ছে না। মব ভায়োলেন্স বেড়েছে।
ভারতের ক্রমাগত পুশ ইন ইস্যুতে সরকারের নিরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এ নেতা।