Logo
Logo
×

রাজনীতি

নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না : ইশরাক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৪:৫১ পিএম

নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না : ইশরাক

ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

নগর ভবনে কোনো উপদেষ্টা কিংবা প্রশাসক বসতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

তিনি বলেন, প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে।

আজ শুক্রবার (৬ জুন) দুপুরে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, এখানে নির্বাচিত ও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই এসেছি। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আবার ঈদের দিন যারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করবেন, তাদের সাথে মাঠে থাকবো আমি।

অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে তিনি বলেন, তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে। এই পরিষদের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এ সময় তিনি ঈদগাহ প্রস্তুত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সকল কর্মকতা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন