সংগঠনের কেউ অপরাধ করলে মাত্রা অনুযায়ী বিচার হবে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংগঠনের কেউ অপরাধ করলে অপরাধের মাত্রা অনুযায়ী তার বিচার করা হবে।
আজ শনিবার (৩১ মে) দলের রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী দিনে এমন মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, বুঝে-শুনে জনশক্তিকে পরিচালনা করতে হবে। সংগঠনের কেউ অপরাধ করলে অপরাধের মাত্রা অনুযায়ী বিচার হবে। ব্যক্তি নিজেকে পাহারা দেবে, সংগঠন সবাইকে পাহারা দেবে।
সব ইসলামী দল ও শক্তির সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি সম্পর্ক সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইখলাসের সঙ্গে দ্বীনের কাজ করতে হবে। অর্পিত সাংগঠনিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমরা জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই। ইসলামের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েম হলে মদিনার আদলে নারী-পুরুষ নির্বিশেষে সবাই সমান নিরাপত্তা পাবে।
ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষিত মা হলে জাতি শিক্ষিত হবে। তবে সেই শিক্ষা হতে হবে রাব্বুল আলামিনের নামে। চোখের পানি ফেলে সিজদায় পড়ে আল্লাহর সাহায্য চাইতে হবে। আমরা আল্লাহরই সাহায্য চাই। আমাদের আকাঙ্ক্ষা হবে প্রত্যেক মানুষকে দ্বীনের ছায়াতলে নিয়ে আসা।
২ দিনব্যাপী অনুষ্ঠিত (৩০ ও ৩১ মে) এই শিক্ষা শিবিরে নীলফামারী জেলার সৈয়দপুরে আয়োজিত অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিনের পরিচালনায় এতে অন্যদের মধ্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টিমের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, অঞ্চল টিমের সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের বর্তমান ও সাবেক জেলা আমিররা উপস্থিত ছিলেন।