Logo
Logo
×

রাজনীতি

সংস্কারে সচিবালয় থেকে বাধা এলে প্রতিহত করা হবে: হাসনাত আব্দুল্লাহ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৬:৩৬ পিএম

সংস্কারে সচিবালয় থেকে বাধা এলে প্রতিহত করা হবে: হাসনাত আব্দুল্লাহ

সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো বাধা এলে জনগণকে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ সোমবার চট্টগ্রাম মহানগরীর ষোলশহর এলাকায় বিপ্লব উদ্যানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন।

হাসনাত বলেন, দেশের বিভিন্ন জায়গায় নতুন রাজনৈতিক দল নিয়ে মানুষের আগ্রহের জায়গা তৈরি হচ্ছে। যুব সমাজকে নিয়ে মানুষ আশার আলো দেখছে। এছাড়া মানুষ সমস্যা নিয়ে কথা বলছেন, সমাধান নিয়েও ভাবছেন, কিন্তু ৫ আগস্টের পর সচিবালয়ের একটি পক্ষ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আমি এখন এখানে বক্তব্য রাখছি, আর এ সময়ে ঢাকায় একটি ষড়যন্ত্র চলছে। আজ দুর্নীতির আতুরঘর হিসেবে কাজ করছে এনবিআর। যখন বিচার, সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপের আলোচনা এগিয়ে নিয়ে যাই, তখনই আমরা দেখি ষড়যন্ত্র ও দেশবিরোধী চক্রান্ত মাথাচাড়া দিয়ে ওঠে। আপনারা সচিবালয়ে বিশৃঙ্খলা করবেন না।’

তিনি বলেন, ‘সচিবালয়ে বসে এখনও যারা সরকারকে অসহযোগিতা করছেন, আপনাদের বিকল্প আমরা জনগণ খুঁজে নেব। আপনারা যদি মনে করেন, হাসিনার রাজত্ব আবার কায়েম হবে, তাহলে আপনারা ভুল ভাবছেন।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন