Logo
Logo
×

রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৪:১৪ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষাতের প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য  বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তাঁর পদত্যাগের নাটক সাজানো হয়েছে।

আজ রবিবার ‘দেশ বাঁচাও বন্দর বাঁচাও’ ব্যানারে জাতীয় প্রেসক্লাবে চট্টগ্রামের বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু সচিবালয় যাইনি। এখন ছাত্ররা বিভিন্ন সময় সচিবালয় যাচ্ছে, বিভিন্ন দপ্তরে যাচ্ছে, এসপিদের হুমকি-ধমকি দিচ্ছে।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঈশ্বর যেন আমার মৃত্যু না দেয়।

গত বুধবার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শনে গিয়ে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘যারা বন্দরের ব্যবস্থাপনায় অভিজ্ঞ, পৃথিবীর সেরা যারা, তাদের দিয়ে এই কাজ করাতে হবে, যেভাবেই হোক। মানুষ যদি রাজি না হয়, জোরাজুরি নয়, রাজি করিয়েই করতে হবে। কারণ, এটা এমন এক বিষয়, পুরো জিনিস শুনলে রাজি না হওয়ার কোনো কারণ নেই।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন