গ্রিড পাওয়ার ইভাকুয়েশন সিস্টেম উন্নয়নসহ ৯ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈনিত পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ শনিবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপার্সন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১১ হাজার ৮৫১ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৮ হাজার ৪৬ কোটি, বৈদেশিক সহায়তা ২ হাজার ৯৮৮ কোটি এবং সংস্থার নিজস্ব তহবিলের ৮১৬ কোটি টাকা ব্যয় করা হবে।
সভায় উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।