Logo
Logo
×

রাজনীতি

বিকেলে বিএনপির স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৫, ০৪:০৯ পিএম

বিকেলে বিএনপির স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলন

বিএনপির স্থায়ী কমিটি আজ বৃহস্পতিবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। বিকেল ৪টায় রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। দুপুরে এ কথা জানান বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। 

দলীয় সূত্রে জানা গেছে, চলমান জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলোকে সামনে রেখে দলের সর্বোচ্চ অবস্থান তুলে ধরবে স্থায়ী কমিটি। বিগত কয়েকদিনে দফায়-দফায় স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। ওইসব বৈঠকের সিদ্ধান্তগুলো জানানো হবে সংবাদ সম্মেলনে। 

কমিটির একটি সূত্র জানায়, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন কমিটির সিনিয়র একজন সদস্য। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন