Logo
Logo
×

রাজনীতি

'ইসি পুনর্গঠন ছাড়া কোনো ভোট করতে দেবে না এনসিপি'

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৫:৫৬ পিএম

'ইসি পুনর্গঠন ছাড়া কোনো ভোট করতে দেবে না এনসিপি'

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। আমরা যতদিন বেঁচে আছি, এই কমিশন পুনর্গঠন করে ছাড়বই। 

আজ বুধবার নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। দেড় শতাধিক এনসিপি নেতা-কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন। 

সমাবেশে এনসিপি নেতারা বলেন, ‌‘২০২২ এর আইনের অধীনে এ ইসি গঠন করা হয়। এনসিপি চায়, সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন ইসি গঠন করতে হবে। অবৈধ নির্বাচনের মেয়র কীভাবে বৈধ হয়? প্রশ্ন রেখে অবিলম্বে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান এনসিপি নেতারা। অন্যথায় তারা নির্বাচন বর্জন করবেন। 

বিক্ষোভ কর্মসূচি ঘিরে আজ বেলা সাড়ে ১১টা থেকেই এনসিপির বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা মিছিল নিয়ে নির্বাচন ভবনের সামনে এসে অবস্থান নেন। এ সময় সেখানে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। 

আর সকাল থেকেই পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড সদস্যদেরও নির্বাচন ভবনের সামনে মোতায়েন করা হয়েছিল। ভবনের সামনের রাস্তায় বসানো হয়েছিল কাঁটাতারের ব্যারিকেডও। বিক্ষোভ সমাবেশে রাজধানীর বিভিন্ন থানা এলাকার প্রতিনিধিদের বক্তব্য শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বক্তব্য দেন।  

গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছিলেন সংগঠনের মহাসচিব আখতার হোসেন। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন