সালাহউদ্দিন আহমেদ
সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে, নির্বাচনের কথা বললেই তাদের রাগ হয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৯:২৪ পিএম
-682b4d103f915.jpg)
অন্তর্বর্তীকালীন সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে, নির্বাচনের কথা বললেই তাদের রাগ হয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ সোমবার বিকেলে সিলেটের শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিভাগের চার জেলার বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সোমবার দুপুরে দেশব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে সিলেট বিভাগের কার্যক্রম উদ্বোধন করতে সিলেটে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বিকালে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অনুষ্ঠানস্থলে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, কয়েকজন উপদেষ্টা দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন তা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। তিনি যদি ব্যবস্থা না নেন তবে তিনি সম্মানী মানুষ সম্মান বজায় থাকবে কিনা তাতে সন্দিহান।
দেশে যাতে কোনো ফ্যাসিবাদ তৈরি হতে না পারে সেজন্য অনেক সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। ইতোমধ্যে সংস্কার কমিশনের সঙ্গে বসেছি, কাজ করছি। তাই বাংলাদেশের মানুষের কাছে এ সংস্কারের জন্য সহায়তা চাই। কিন্তু এসব সংস্কারের জন্য কী নির্বাচিত সরকারের বিকল্প আছে? এমন প্রশ্ন ছুড়ে তিনি বলেন, আমরা এই কথা বললে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব নারাজ হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন দাবি করবে না কি দাবি করবে- বর্তমান সভ্য বিশ্বে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য নির্বাচন ব্যবস্থা ছাড়া আর কি আছে- এমন প্রশ্নও করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, সেই নির্বাচনের কথা বললে তারা গোস্সা হয়। কোনো কোনো উপদেষ্টা আছেন বিশেষ করে একজন মহিলা উপদেষ্টা আমি নাম বলতে চাই না। তিনি বলেছেন- তারা নাকি জনগণ দ্বারা নির্বাচিত, গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। যদি তারা এভাবে নির্বাচিত হন তবে নির্বাচন ব্যবস্থা আছে কেন? নির্বাচন কমিশন বা ভোটার তালিকার দরকার কি। যারা দীর্ঘ ১৬ বছর ধরে সংগ্রাম করছেন তারা কি করবেন?
বিএনপির এই নেতা বলেন, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ স্বপ্ন দেখছেন অনির্বাচিতভাবে অনির্দিষ্টকালীন যতদিন মন চায় ততদিন ক্ষমতা ভোগ করবেন।
সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় নির্বাহী কমিটির চেয়ারপারানের উপদেষ্টা ড. মো. এনামুল হক, আরিফুল হক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এম নাসের রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।