Logo
Logo
×

রাজনীতি

গুলিস্তানে মিছিলের সময় নিষিদ্ধ সংগঠন আ.লীগের ১১ নেতা-কর্মী আটক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৮:২৩ পিএম

গুলিস্তানে মিছিলের সময় নিষিদ্ধ সংগঠন আ.লীগের ১১ নেতা-কর্মী আটক

রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিলের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ১১ নেতা-কর্মীকে আটক করেছে ডিবি। আজ রবিবার সন্ধ্যায় ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

তালেবুর রহমান খুদে বার্তায় বলেন, রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতা-কর্মীকে আটক করেছে ডিবি।

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন দলটির নিবন্ধনও স্থগিত করেছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন