ছাত্রনেতা সাম্য হত্যার প্রতিবাদ ও বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৩:০২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা ও জুলাই অভ্যুত্থানের সক্রিয় নেতা শাহারিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। একই সঙ্গে হত্যায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছে তারা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানায় সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত (১৩ মে ২০২৫) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য ছুরিকাঘাতে নিহত হন। ঘটনাটি ঘটে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে, যেখানে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি অন্য মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এই সামান্য ঘটনার পর কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও জুলাই অভ্যুত্থানের বীর সেনানী শাহারিয়ার আলম সাম্য-র হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করছি। শিক্ষা ও মতপ্রকাশের মুক্ত পরিবেশে এমন বর্বরতা গণতন্ত্র ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্র যখন নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, দায় বর্তমান সরকারের এবং শাসনব্যবস্থার। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
আমরা দাবি জানাচ্ছি:
১. শাহারিয়ার সাম্য-র হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার।
২. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতকরণ।
শাহারিয়ার সাম্য-র রক্ত আমাদের ন্যায়সংগ্রামের প্রতীক হয়ে থাকবে।