আ. লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্র-জনতা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের এলাকায় দেখা দিয়েছে যানজট।
আজ শুক্রবার (৯ মে) বিকাল পৌনে ৫টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন এনসিপি, জামায়াতে ইসলাম, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যসহ সাধারণ মানুষ।
এর আগে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে গণহত্যার অভিযোগে নিষিদ্ধের দাবিতে শাহবাগ এলাকায় অবরোধের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি ঘোষণা করেন, দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। এখান থেকে তাদের দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছে এনসিপি, শিবির সহ কয়েকটি সংগঠন। শুক্রবার সকালেও দলটির নেতাকর্মীরা সেখানে স্লোগান দিতে দেখা যায়।