৫ বছর পর পায়ে হেঁটে ফিরোজায় ঢুকলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০২৫, ০৪:৪৫ পিএম
-6819e82f338a7.jpg)
রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় আজ মঙ্গলবার বেলা ১টা ২৫ মিনিটে পৌঁছান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গাড়ি থেকে নেমে ৫ বছর পর পায়ে হেঁটে বাসায় ঢুকেন তিনি। এ সময় দুই পুত্রবধূকে তাকে ধরে রাখতে দেখা যায়।
এর আগে যুক্তরাজ্যে চিকিৎসা শেষে চার মাস পর ১০টা ৪০ মিনিটে দেশে পৌঁছেন বিএনপি চেয়ারপারসন। ইমিগ্রেশন শেষ করে বিমানবন্দর থেকে বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বের হয়। এ সময় নেতা-কর্মীরা পতাকা নেড়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান।
জনসমাগমের উপচেপড়া ভিড়ের কারণে খালেদা জিয়ার গাড়িবহর এগিয়ে চলে ধীর গতিতে। বেলা ১টা ২৫ মিনিটে গাড়িবহর পৌঁছে যায় ফিরোজায়।
খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় আসেন দুই পুত্রবধু জোবাইদা রহমান ও শর্মিলা রহমান।