আ. লীগ নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন নয় : এনসিপি

ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বলছেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আজ শুক্রবার (২ মে) রাজধানীর বায়তুল মোকাররমে আওয়ামী নিষিদ্ধের ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ এসব কথা বলেন তারা।
এনসপির যুগ্ম সদস্য সচিব তাসিন রিয়াজ বলেন, আওয়ামী লীগের রাজনীতি ছুড়ে ফেলে দিতে হবে। না হলে কেউ শান্তিতে থাকতে পারবো না। বাংলার জমিনে আওয়ামী লীগের কোনো স্থান নেই।
যুগ্ম মুখ্য সমন্বয়ক তরিকুল ইসলাম বলেন, আগে বিচার, এরপর সংস্কার, তারপর নির্বাচন। আওয়ামী লীগ নিষিদ্ধে টালবাহনা মেনে নেওয়া হবে না।
যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা হয়েছে, এখনও দলটির নিষিদ্ধের দাবি করা দুঃখজনক। জনগণই রাষ্ট্র, তাই জনগণের চাওয়া অনুযায়ী অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এছাড়া মৌলিক সংস্কারের আগে কোনো নির্বাচন নয়।
সমাবেশে জুলাই শহিদ খালেদ সাইফুল্লাহর বাবা ডা. কামরুল হাসান বলেন, হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আমি শেখ হাসিনার ফাঁসি চাই।
উপস্থিত বক্তারা জানান, নিজ দেশের মানুষকে যারা হত্যা করেছে তাদের রাজনীতি করার অধিকার নেই। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আইন সংশোধন করে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যবস্থা করতে হবে।
এ নিষিদ্ধের মাধ্যমে শহিদ ও আহতদের রক্তের বদলা নেওয়া হবে। বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন বক্তারা।
এর আগে জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছে এনসিপির নেতাকর্মীরা।