Logo
Logo
×

রাজনীতি

করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৫, ০৬:১০ পিএম

করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর দেওয়া না দেওয়ার সিদ্ধান্তটা আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, করিডরের বিষয়ে দেশের স্বাধীনতাকামী মানুষ মনে করে এই সিদ্ধান্ত আসা উচিত জনগণের পক্ষ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়। সবার আগে বাংলাদেশ, এটাই হতে হবে একমাত্র লক্ষ্য।

তারেক রহমান আরও বলেন, অভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশ করিডোর হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে নাকি অন্তর্বর্তী সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি, জনগণের প্রতিনিধিত্ব করা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার প্রয়োজনবোধ করেনি। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের স্বাধীনতাকামী মানুষ মনে করে এই সিদ্ধান্ত আসা উচিত জনগণের পক্ষ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়। সবার আগে বাংলাদেশ, এটাই হতে হবে একমাত্র লক্ষ্য।

তারেক রহমান বলেন, রাষ্ট্র ফ্যাসিবাদের কবলে পতিত হলে, গণবিপ্লব বা গণঅভ্যুত্থানের মাধ্যমে এর পরিবর্তন হয় এবং তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ ধরনের বিশেষ পরিস্থিতিতে সরকার অবৈধ নয়। তবে তারা জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন