Logo
Logo
×

রাজনীতি

আবারো ফ‍্যাসিস্ট ফিরে এলে আপনার, আমার, কারো রেহাই নেই: রিজভী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৫, ০৩:৩৮ পিএম

আবারো ফ‍্যাসিস্ট ফিরে এলে আপনার, আমার, কারো রেহাই নেই: রিজভী

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা ও নির্বাচনের মাধ্যমে জনগনের অধিকার জনগনের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার বরিশালে অশ্বীনী কুমার হল চত্বরে জেলা ও মহানগর শ্রমিক দল আয়োজিত মহান মে দিবসের র‍্যালির আগে সমাবেশে তিনি এই দাবি জানান।

রিজভী বলেন, পালিয়ে গিয়েও দেশে হত‍্যার রাজনীতি অব‍্যাহত রেখেছেন ফ‍্যাসিস্ট শেখ হাসিনা। ২৬২ জনকে হত‍্যার হুমকি দি‍য়ে তার দেওয়া বক্তব্য ফরেনসিক রিপোর্টে প্রমাণিত হয়েছে। গোয়েন্দারা প্রমাণ পেয়েছে যে ওই বক্তব্যের কন্ঠ তারই ছিল। একটি কথা মনে রাখতে হবে, এদেশে আবারো ফ‍্যাসিস্ট ফিরে এলে আপনার, আমার, কারো রেহাই নেই। 

তিনি আরও বলেন, অতএব দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। কেবল তাহলেই সম্ভব হবে পতিত ফ‍্যাসিস্টকে চিরতরে নির্মূল করা। জনগণই পারবে ফ‍্যাসিস্ট ঠেকাতে।

জেলা শ্রমিক দলের আহ্বায়ক অ্যাডভোকেট ফয়েজ আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোহাম্মাদ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও আবু নাসের রহমতউল্লাহ প্রমুখখ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন