মে দিবসে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে নেতাকর্মীদের ঢল

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত শ্রমিক সমাবেশে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিক থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের আগমন শুরু হয়।
বিকেল ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশস্থলে ইতোমধ্যে ব্যানার, ফেস্টুন ও দলীয় টুপি পরে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। অনেকে ঢাক-ঢোল বাজিয়ে, দলীয় পতাকা হাতে মিছিল করে সমাবেশস্থলে উপস্থিত হন, যাতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি লন্ডন থেকে বক্তব্য দেবেন। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্য জ্যেষ্ঠ নেতারা শ্রমিক অধিকার, মূল্যস্ফীতি, এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি ও রাজনৈতিক দমন-পীড়নের প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করা হয়েছে।