Logo
Logo
×

রাজনীতি

দুই পুত্রবধূর সঙ্গে সোমবার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫৩ পিএম

দুই পুত্রবধূর সঙ্গে সোমবার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমানের সঙ্গে দেশে ফিরতে পারেন। বিএনপি চেয়ারপারসনকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার চেষ্টা চলছে। এজন্য সহযোগিতা চেয়ে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সেটা সম্ভব না হলে সাবেক এই প্রধানমন্ত্রী উড়োজাহাজের বিজনেস ক্লাসে দেশে ফিরতে পারেন। 

বুধবার (৩০ এপ্রিল) খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বলেন, এখনও এয়ার অ্যাম্বুলেন্স ঠিক হয়নি। রবিবার ও সোমবার ধরে পরিকল্পনা প্রস্তুতি চলছে। আমরা অ্যাম্বুলেন্সের অপেক্ষায় আছি। 

বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, লন্ডন ক্লিনিক থেকে খালেদা জিয়াকে পূর্ণাঙ্গ ছাড়পত্র দেওয়া হয়নি। তবে বলা হয়েছে, তিনি দেশে যেতে পারবেন। চিকিৎসার মধ্যেই থাকতে হবে। খালেদা জিয়ার সঙ্গে তাঁর দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান দেশে আসছেন। তিন নাতনির সবাই দেশে আসবেন কিনা তা নিশ্চিত নয়। 

কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেসে গত ৭ জানুয়ারি  যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। সেখানে তাঁকে লন্ডন ক্লিনিকে ভর্তি করানো হয়। টানা ১৭দিন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে খালেদা জিয়া সরাসরি ছেলে তারেক রহমানের বাসায় উঠেন। এই হাসপাতালের লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলছে। 

খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা দেশে আসা-যাওয়ার মধ্যে থাকলেও দীর্ঘদিন পর দেশে আসছেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা। তারেক রহমানের সঙ্গে তিনিও এক এগারো সরকারের সময় লন্ডন চলে যান। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন