Logo
Logo
×

রাজনীতি

আ. লীগের বিচার চলাকালে নিবন্ধন স্থগিত করতে হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৫২ পিএম

আ. লীগের বিচার চলাকালে নিবন্ধন স্থগিত করতে হবে: নাহিদ ইসলাম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে এবং বিচার চলাকালীন তাদের নিবন্ধন স্থগিত করতে হবে।

আজ বুধবার (৩০ এপ্রিল) পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সঙ্গে এনসিপির সংলাপ শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশজুড়ে আবারও চাঁদাবাজিসহ পুরোনো সংস্কৃতি ফিরে আসছে। এসবের বিরুদ্ধে দুই দলই কঠোর অবস্থানে থাকবে। আবার পুরোনো সংস্কৃতি ফিরলে সেটা প্রতিহত করা হবে। সংস্কার ছাড়া নির্বাচনের সুযোগ নেই।

তিনি আরও বলেন, মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরিষ্কার কোনো ধারণা নেই। মানবিক করিডোর নিয়ে জাতীয় সংলাপ প্রয়োজন।

দলটির আহ্বায়ক আরও বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি ও নতুন বন্দোবস্তের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তা দেশের মানুষ মেনে নেবে না।

অন্যদিকে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই। তাই সর্বপ্রথম সংস্কার ও বিচার নিশ্চিত করতে হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন