জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার এক বিবৃতিতে এই তথ্য জানায় এনসিপি।
বিবৃতিতে বলা হয়, গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি– এনসিপির চতুর্থ সাধারণ সভার স্মারক নং এনসিপি/সা.স./২০২৫-২০২৬/০৪ এর তিন নং সিদ্ধান্ত অনুযায়ী আহ্বায়ক মো. নাহিদ ইসলামের অনুমোদনক্রমে দলের যুগ্ম আহ্বায়ক অ্যাড. জাবেদ রাসিনকে প্রধান করে নিম্নোক্ত ছয় সদস্যবিশিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র প্রণয়ন ও উপস্থাপনের নির্দেশনা প্রদান করা হয়েছে।