Logo
Logo
×

রাজনীতি

একবার বিরতি দিয়ে একই ব্যক্তির তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ চায় বিএনপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ পিএম

একবার বিরতি দিয়ে একই ব্যক্তির তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ চায় বিএনপি

প্রধানমন্ত্রী পদে টানা দুই মেয়াদের বেশি কেউ থাকতে পারবেন না। তবে একবার বিরতি দিয়ে ফের দায়িত্ব পালন করতে পারবে।জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এমন প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রবিবার বেলা ১১টায় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। বেলা ২টার দিকে মধ্যাহ্নভোজের বিরতির সময় সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা জানান। এরপর আবারও কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁরা পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিষয়টি নিশ্চিত করতে চান। তবে ভবিষ্যতে জনগণ চাইলে এবং দলের সিদ্ধান্তে একবার বিরতির পর একই ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখতে চান। তিনি প্রশ্ন তোলেন, বারবার একই ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন এমনটি ধরে নেওয়ার কারণ নেই, বরং তাঁরা একটি বিকল্প বা অপশন রাখতে আগ্রহী।

কমিশনের পক্ষ থেকে প্রস্তাব ছিল, একই ব্যক্তি সরকারপ্রধান, দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। তবে বিএনপি এই প্রস্তাবে একমত নয় বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তাঁরা এই বিষয়টি ‘উন্মুক্ত’ রাখার প্রস্তাব করেছেন। তিনি বলেন, যুক্তরাজ্যসহ অনেক গণতান্ত্রিক দেশে পার্টিপ্রধানই সরকারপ্রধান হন এবং এটি একটি গণতান্ত্রিক চর্চা। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে এনে নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ যাকে নির্বাচিত করবে, তাদেরই এই ক্ষমতা দেওয়া হয়েছে বলে মনে করতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব দিয়েছে। বর্তমান সংবিধানে ধর্মনিরপেক্ষতা বা বহুত্ববাদের বিষয়টি নেই। তবে, কমিশন স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথাগুলো যুক্ত করার যে প্রস্তাব দিয়েছে, তাতে বিএনপি একমত হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন