Logo
Logo
×

রাজনীতি

বাংলাদেশে ভারতপন্থি ও পাকিস্তানপন্থি কোনো রাজনৈতিক দলের ঠাঁই হবে না: নাহিদ ইসলাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৮ পিএম

বাংলাদেশে ভারতপন্থি ও পাকিস্তানপন্থি কোনো রাজনৈতিক দলের ঠাঁই হবে না: নাহিদ ইসলাম

বাংলাদেশে ভারতপন্থি ও পাকিস্তানপন্থি কোনো রাজনৈতিক দলের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

নাহিদ ইসলাম বলেন, আজ আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করছি। এখানে আমরা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কমিটি ঘোষণা করেছি। এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই। পেছনের ইতিহাস অতিক্রম করে বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই। জুলাই অভ্যুত্থানের স্লোগান ‘তুমি কে আমি কে, বিকল্প বিকল্প’, সেই স্লোগান থেকেই আজ বিকল্প তৈরির সুযোগ এসেছে। 

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা মনে করি যে বিভাজনের রাজনীতি করে যে জনগণকে রাষ্ট্রকে দুর্বল করে রাখা হয়েছিল, জুলাই অভ্যুত্থানে সেই রাজনীতি ভেঙে দিয়েছি। আমরা আজ বলছি বাংলাদেশকে আর কখনো বিভাজন করা যাবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশে ভারতপন্থি ও পাকিস্তানপন্থি কোনো রাজনৈতিক দলের ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে রাজনীতি ও রাষ্ট্রকে বিনির্মাণ করব।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন