Logo
Logo
×

রাজনীতি

‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৮ পিএম

‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি

বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছে। এতে থাকছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ শুক্রবার দুপুরে দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে দলটির পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচজনকে আমন্ত্রণ জানানো হয়।

শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে তরুণদের নতুন দল বহুল আলোচিত ‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ ঘটবে। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন