নতুন ছাত্র সংগঠন থেকে রিফাত রশীদের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’। আত্মপ্রকাশ ঘিরে গতকাল বুধবারের ঘটনা পরিকল্পিত কিনা, তা খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নতুন এই সংগঠন। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন নতুন এই ছাত্র সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে তাহমীদ আল মুদাসসির চৌধুরী, তৌহিদ সিয়াম ও নাঈম রয়েছেন। সাত কর্ম দিবসের মধ্যে এই তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে। গতকালের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
নতুন এই ছাত্র সংগঠনের কমিটিতে রিফাত রশীদ নেই বলে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।’
এছাড়াও সংবাদ সম্মেলনে ২০৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর একটি বড় অংশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাখা হয়েছে বলে জানানো হয়েছে। পরবর্তীতে দেশব্যাপী সংগঠনের কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।