Logo
Logo
×

রাজনীতি

দেশকে কারা নেতৃত্ব দেবে বাছাইয়ের সময় এসেছে: তারেক রহমান

Icon

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০২ পিএম

দেশকে কারা নেতৃত্ব দেবে বাছাইয়ের সময় এসেছে: তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে কারা দেশকে নেতৃত্ব দেবে তা বাছাই করার সময় এসেছে। বিগত ১৫ বছরে শেখ হাসিনাকে দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের প্রতিটি মানুষ এই ধ্বংসের ভুক্তভোগী। এখন দেশকে গড়ে তোলার সময় এসেছে।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, উন্নয়ন ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে গেছে। নির্বাচনের নামে দেশের জনগণের সঙ্গে তামাশা ও প্রতারণা করেছেন শেখ হাসিনা।

তারেক রহমান বলেন, শেখ হাসিনা বিরোধী দলকে দমনপীড়ন, মিথ্যা মামলা ও গুম করেছে। কাউকে ভোট দিতে দেয়নি। 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, সময় এসেছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। দেশকে পুণর্গঠনে ঝাপিয়ে পড়ার। কোনোভাবেই আর দেশকে পিছিয়ে পড়তে দেয়া যাবে না।

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন