Logo
Logo
×

রাজনীতি

শেখ হাসিনার উসকানি জনগণ সহ্য করবে না: জামায়াত আমির

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৩ পিএম

শেখ হাসিনার উসকানি জনগণ সহ্য করবে না: জামায়াত আমির

সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েও উসকানি দিয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চান। দেশের মুক্তিপাগল মানুষ এসব সহ্য করবে না। এসব বক্তব্যের কারণে দেশে যতগুলো ঘটনা ঘটবে এর দায়ভার তাকেই নিতে হবে। 

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর শাখার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি-ডাকাতি-লুট করে বিদেশে পাচার করেছে তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের একজন নাগরিকের সব অধিকার পাওয়ার অধিকার আছে। এটাই মুক্তিযুদ্ধের মূল চেতনা। আমাদের এই সমাজ হবে বৈষম্যহীন। আওয়ামী লীগ দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গিয়েছে। প্রশাসন, বিচার ব্যবস্থাকে তারা পুরোদমে ধ্বংস করে দিয়েছে। 

তিনি আরও বলেন, গত ৫৪ বছর এই জাতিকে বিভক্ত করে রাখা হয়েছিলো। আর সুকৌশলে এই বিভক্তি সৃষ্টি আওয়ামী লীগ করেছিলো বলেও তিনি অভিযোগ করেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন