Logo
Logo
×

রাজনীতি

বিএনপি কমিশনে স্বাস্থ্য সংস্কার প্রস্তাব জমা দিয়েছে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম

বিএনপি কমিশনে স্বাস্থ্য সংস্কার প্রস্তাব জমা দিয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিশনের কাছে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে স্বাস্থ্য খাত সংস্কার প্রস্তাব জমা দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার মিন্টো রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল কমিশনের কাছে এই সংস্কার প্রস্তাব জমা দেন।

অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের নভেম্বরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানকে প্রধান করে ১২ সদস্যের স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করে।

স্বাস্থ্যসেবাকে আরও গণমুখী, সহজলভ্য ও সর্বজনীন করার লক্ষ্যে সুপারিশ প্রণয়নের দায়িত্ব এই কমিশনের উপর ন্যস্ত।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন