Logo
Logo
×

রাজনীতি

কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে: তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৫ পিএম

কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে। তারা সমাজে এমন কিছু কাজ করার চেষ্টা করছে, যেখান থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে। তারা যেন আমাদের এ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ব্যাঘাত ঘটাতে না পারে সেজন্য সকলকে এসব অনুচরদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে। 

আজ বুধবার সন্ধ্যায় ফেনীর সোনাগাজী সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কিছু মানুষ সংস্কর-সংস্কার বলে সকল প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। আমাদের দেখতে হবে এটি কোনো ষড়যন্ত্র কিনা। বিষয়টিকে দীর্ঘায়িত করলে দেশের সমস্যা বাড়বে। যত দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো, তত দ্রুত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবো।  

বিএনপি ছাড়া আগে কেউ সংস্কারের কথা বলেনি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যে সময় স্বৈরাচার অস্ত্রের জোরে রাষ্ট্রের ক্ষমতাকে ধরে রেখেছিল, সেই সময় বিএনপি ছাড়া আর কেউ সংস্কারের কথা বলেনি। শুধুমাত্র এক বিএনপিই বলেছিল। কারণ বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করতো এ স্বৈরাচার একদিন বিদায় হবে, বাংলাদেশের মাটিতে তাদের পতন ঘটবে।

সামনের দিনে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা স্বৈরাচারকে বিদায় করেছি। সামনের দিনে আমরা জনগণের শাসনকে প্রতিষ্ঠিত করব। জনগণ যে প্রত্যাশা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছে, তারা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সব রকম সহায়তা ও কাজ করবে। তারা জনগণের সে প্রত্যাশা পূরণ করবে বলে আশা করি। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ধীরে ধীরে এ বাংলাদেশকে এগিয়ে নেওয়া হবে।   

তারেক রহমান বলেন, যখনই বিএনপি দেশ পরিচালনার সুযোগ পায়, এমন পদক্ষেপগুলো গ্রহণ করে- যার ফলে দেশ ও দেশের মানুষ আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যায়। আগামীতে যেন বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী আবার সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে, সেজন্য আমরা ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছি। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন