নিষিদ্ধ ছাত্রলীগকে প্রতিহতের ঘোষণা কলাবাগান ছাত্রদলের

ভিডিও থেকে নেওয়া ছবি
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে এবং তাদের প্রতিটি অপকর্মের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কলাবাগান ছাত্রদল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভূইয়া ও সাধারণ সম্পাদক হান্নান মজুমদারের নির্দেশনায় নাঈমুর রহমান দূর্জয়ের নেতৃত্বে কলাবাগান থানা ছাত্রদল এই বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে ছাত্রলীগের কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেওয়া হয়।
এ ছাড়া মিছিলে নেতাকর্মীরা ‘রশি লাগলে রশি দে, ছাত্রলীগের ফাঁসি দে’, ‘যুবলীগের দালালরা হুঁশিয়ার সাবধান’, ‘ছাত্রলীগের দালালরা হুঁশিয়ার সাবধান’সহ নানা স্লোগান দেন।
মিছিলে কলাবাগান থানা ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি কলাবাগান ক্রীড়া চক্র মাঠ থেকে শুরু করে ধানমন্ডি ৩২ নাম্বার সিগনাল হয়ে স্কয়ার হাসপাতালের সামনে দিয়ে পান্থপথ সিগনাল প্রদক্ষিণ করে পুনরায় ধানমন্ডি ৩২ নাম্বার এসে শেষ হয়। পরে সেখান এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
মিছিল শেষে ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ ছাত্রদের উদ্দেশে কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাঈমুর রহমান দূর্জয় বক্তব্য দেন। তিনি বলেন, বিগত ১৭টি বছর আপামর ছাত্রসমাজ দেখেছে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন অপকর্ম, নৃশংসতা, বর্বরতার দৃশ্যপট! সারা বাংলার ছাত্র-জনতা সাক্ষী আছেন নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন অপরাজনীতি, ক্যাম্পাস দখল, হল দখলের রাজনীতি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপামর ছাত্র সমাজের আকাঙ্ক্ষাকে ধারণ করে, লালন করে। তাই আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার দিয়ে বলতে চাই, যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে নিষিদ্ধ সংগঠনের প্রতিটি অপকর্মের বিচার না হবে, যতদিন পর্যন্ত আপামর ছাত্রসমাজ ম্যানডেট না দেবে ততদিন পর্যন্ত ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের বিপ্লবী সভাপতি সোহাগ ভূইয়া ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক হান্নান মজুমদার ভাইয়ের নেতৃত্বে কলাবাগান থানা ছাত্রদল ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যেকোনো অপরাজনীতি এবং ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে সদা প্রস্তুত থাকবে।
এসময় তিনি ছাত্রদলের নেতা-কর্মীদের দেশে এবং বিদেশে বাংলাদেশ নিয়ে চলমান ষড়যন্ত্রের দিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।