Logo
Logo
×

রাজনীতি

ছাত্রশিবিরের প্রকাশনায় মুক্তিযোদ্ধাদের ‘অবমাননা’, ছাত্রদলের নিন্দা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম

ছাত্রশিবিরের প্রকাশনায় মুক্তিযোদ্ধাদের ‘অবমাননা’, ছাত্রদলের নিন্দা

ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধের ইতিহাস “অবমাননা”র ঘটনায় নিন্দা জানিয়েছে ছাত্রদল। ছাত্রশিবিরের দলীয় প্রকাশনা “ছাত্র সংবাদে”র ডিসেম্বর সংখ্যায় মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের অবমাননা করে একটি লেখা প্রকাশ করা হয়েছে, যা মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের প্রতি অবমাননা বলে ছাত্রদল মন্তব্য করেছে। আজ বুধবার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

ছাত্রশিবিরের প্রকাশনায় একটি প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, “অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল। আল্লাহ তায়ালা তাদের ক্ষমা করুন।” এই বক্তব্যকে ছাত্রদল অত্যন্ত আপত্তিকর এবং ন্যাক্কারজনক বলে উল্লেখ করেছে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের প্রতি গভীর অসম্মান বলে উল্লেখ করা হয়েছে।

ছাত্রদল বলছে, স্বাধীনতার পঞ্চাশ বছর পর শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধের অংশগ্রহণকে ‘অদূরদর্শিতা’ হিসেবে বর্ণনা করা এবং মুক্তিযোদ্ধাদের জন্য ‘ক্ষমা’ প্রার্থনা করা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধ ছিল একটি ধর্মনিরপেক্ষ সংগ্রাম, যা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ছিল। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা সকলেই ছিল দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে।”

ছাত্রদল মনে করে, “শিবিরের এ ধরনের প্রকাশনা আসলে পরাজিত শক্তির প্রচারণা এবং ইতিহাসের বিকৃতি ছাড়া আর কিছু নয়। শিবির একদিকে স্বাধীনতা ও বিজয় দিবসে ‘স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো’ স্লোগান দিয়ে র‍্যালি করে, আবার অন্যদিকে নিজেদের দলীয় প্রকাশনায় মুক্তিযুদ্ধে যোগ দেওয়াকে ভুল ও অদূরদর্শিতা হিসেবে প্রচার করবে, মুক্তিযোদ্ধাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে,  এটি সুস্পষ্ট  দ্বিচারিতা। এই দ্বিচারিতার ফলে প্রমাণিত হয় প্রকাশ্যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করার কৌশল গ্রহণ করলেও ভেতরে ভেতরে ছাত্রশিবিরের পূর্বসুরী ছাত্রসংঘের মতো মুক্তিযুদ্ধের বিপক্ষের মনোভাবই তারা ধারণ করে।”

শিবিরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, তারা যাতে মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের দলীয় অবস্থান স্পষ্ট করে। একইসঙ্গে  ছাত্রশিবিরকে মুক্তিযুদ্ধের বিরোধী বয়ান প্রচার এবং বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা করার দায়ে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন