-6798fa8162a39.jpg)
‘যোগেন মণ্ডল চিন্তা চর্চাকেন্দ্র’ নামের একটি সংগঠন গড়ে তোলা হয়েছে। সম্প্রতি ঢাকায় কিছু সাংবাদিক, গবেষক, দলিত সম্প্রদায়ের প্রতিনিধি ও রাজনৈতিক সংগঠকদের এক যৌথ বৈঠকে এ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত সবার ঐকমত্যের ভিত্তিতে নিউএজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরকে সংগঠনের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, অস্থায়ীভাবে নিউএজ পত্রিকার সম্পাদকের কার্যালয়ই এ সংগঠনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে।
এই সংগঠন অবিভক্ত ভারতবর্ষের বিশিষ্ট রাজনীতিবিদ ও বঙ্গীয় আইনসভার সদস্য এবং পরবর্তীকালে পাকিস্তান সরকারের কেন্দ্রীয় আইন ও শ্রমমন্ত্রী যোগেন্দ্রনাথ মণ্ডলের রাজনৈতিক চিন্তা ও আদর্শের অনুসন্ধান ও পর্যালোচনা এবং এ বিষয়ে সভা-সেমিনার আয়োজনকে তার প্রাথমিক লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। শিগগির এসব বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গণমাধ্যমের মাধ্যমে আগ্রহী সকলের সামনে উপস্থাপন করবে এই কেন্দ্র।
পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালনার স্বার্থে যোগেন্দ্রনাথ মণ্ডল চিন্তা চর্চাকেন্দ্র উৎসাহীজনদের সঙ্গে পরামর্শের মাধ্যমে তার সাংগঠনিক কাঠামোও পুনর্গঠন করবে ভবিষ্যতে।
উল্লেখ্য, ২৯ জানুয়ারি মহাপ্রাণ যোগেন মণ্ডলের জন্মদিন উপলক্ষ্যে এ বছর বরিশালে তাঁর জন্মভূমিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগেন মেলা এবং আলোচনাসভা অনুষ্ঠানের যে উদ্যোগ নেয়া হয়েছে যোগেন্দ্রনাথ মণ্ডল চিন্তা চর্চাকেন্দ্র তাকে অভিনন্দন জানাচ্ছে এবং আগ্রহীদের তাতে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছে।