Logo
Logo
×

রাজনীতি

‘আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর ভোটবাক্স একটি করতে কাজ চলছে’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৫:৩৫ পিএম

‘আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর ভোটবাক্স একটি করতে কাজ চলছে’

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর যেন একটি মাত্র ভোটবাক্স হয়, সে ব্যাপারে কাজ চলছে। সকল ইসলামী দল এক হয়ে নির্বাচনী জোট করার ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত নগর সম্মেলনে তিনি এ কথা জানান।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামী দলগুলোকে বারবার সিড়ি বানিয়ে ক্ষমতায় গেছে বিভিন্ন রাজনৈতিক দল, আর এটা হতে দেওয়া হবে না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ দেশে ইসলামী শাসন দেখতে চায়।

দেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি অভিযোগ করে ইসলামী আন্দোলনের নেতারা এতে বলেন, প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। ক্ষমতার হাত বদল হয়েছে, সিস্টেমের পরিবর্তন হয়নি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন