Logo
Logo
×

রাজনীতি

সমাজের সব অসংগতি দূরীকরণে তরুণদের বিকল্প নেই: মির্জা ফখরুল

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:৪২ পিএম

সমাজের সব অসংগতি দূরীকরণে তরুণদের বিকল্প নেই: মির্জা ফখরুল

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্ম প্রযুক্তিতে খুবই অ্যাকটিভ (সক্রিয়)। তাদের সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। এরাই পারে সব বৈষম্য দূরীকরণসহ সব স্তরে বৈপ্লবিক পরিবর্তন আনতে। এ ছাড়া সমাজের সব অসংগতি দূরীকরণে তরুণদের বিকল্প নেই।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ডালি এম্বার্স নামের একটি রিসোর্টে ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়নে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজক কমিটির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু সভাপতিত্ব করেন। এ সময় বিশিষ্ট সাংবাদিক মো. শফিক রেহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ কলেজটির প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা কলেজ গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫-কে কেন্দ্র করে রিসোর্টটি মিলন মেলায় রূপ নেয়। দিনব্যাপী খাওয়া দাওয়া আনন্দ-ফুর্তি ছাড়াও কনসার্টে সংগীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পীরা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন