Logo
Logo
×

রাজনীতি

গোলাম পরওয়ারের নেতৃত্বে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের বৈঠকে অংশ নেবে জামায়াত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ পিএম

গোলাম পরওয়ারের নেতৃত্বে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের বৈঠকে অংশ নেবে জামায়াত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে বিকেলে সর্বদলীয় সভা ডেকেছেন। সেই ডাকে সভায় অংশগ্রহণ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। সভায় জামায়াতে ইসলামীর ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল অংশ গ্রহণ করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় সভায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ অংশ গ্রহণ করবেন। আর এই সভায় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গ্রুপে জামায়াতে ইসলামীর নেতৃত্ব দিবেন। 

এর আগে, এই সভায় বিএনপির অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হলে পরে জানা যায়, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় সংলাপে বিএনপির প্রতিনিধি হিসেবে দলটির একজন সদস্য অংশ নেবেন। সংলাপে অংশ নিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গুলশানের বাসা থেকে কিছু সময়ের মধ্যে রওনা করবেন বলেও জানা গেছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন